সর্বশেষ পোস্ট:

ফেসবুকে দণ্ডনীয় অপরাধ এড়ানোর উপায়

 ফেসবুকে  অপরাধ এড়ানোর উপায়।


ইন্টারনেটে সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম হলো ফেসবুক। কিন্তু ফেসবুক ব্যবহারে উপকারিতার পাশাপাশি ক্ষতির সম্মুখীনও হচ্ছে অনেকে। কেউ আবার না বুঝে অথবা বুঝে অপব্যবহার করছে ফেসবুককে ফলে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি আইনে ফেঁসে যাচ্ছে তারা। এ আইনের ৫৭ ধারা অনুযায়ী কেউ এ অপরাধে অভিযুক্ত হলে  জামিন অযোগ্য সাত বছর থেকে চৌদ্দ বছর পর্যন্ত কারাদণ্ড  হতে পারে। একইসঙ্গে এক কোটি টাকা পর্যন্ত জরিমানাও হতে পারে।

তথ্যপ্রযুক্তি  আইন  
ইন্টারনেটে বিভিন্ন মাধ্যমের অপব্যবহার রোধে সরকার ২০০৬ সালে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি আইন পাস করে। কিন্তু বাংলাদেশে সামাজিক মাধ্যমের অপব্যবহার রোধে সরকার ২০১৩ সালে তথ্য প্রযুক্তি আইনকে (আইসিটি) সংশোধন করেছে। ওই আইনের ৪০ ধারা অনুযায়ী কোনো অপরাধ সংঘটিত হলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত করে মামলা দায়ের করে তদন্ত শুরু করতে পারবেন।

ফেসবুকে যা অপরাধ হিসেবে গণ্য
ফেসবুকে তথ্য যোগযোগ ও প্রযুক্তি আইন অনুযায়ী যেসব কাজ দণ্ডনীয়-
১. ফেসবুকে মিথ্যা ও অশ্লীল এমন কোনো কিছু ব্যবহার করা যাবে না, যা কোনো ব্যক্তি পড়ে, দেখে ও শুনে নীতিভ্রষ্ট হতে পারে।
২. কোনো স্ট্যাট্যাস বা ট্যাগের কারণে কারো মানহানি ঘটে এমন কোনো কিছু করা যাবে না।
৩. এমন কোনো কিছু লেখা যাবে না যার মাধ্যমে আইনশৃঙ্খলার অবনতি ঘটে।

৪. এমন কিছু লেখা ও ট্যাগ করা যাবে না যার মাধ্যমে রাষ্ট্র ও ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়।
৫. এমন কোনো কিছু লেখা যাবে না যার মাধ্যমে কারো জাত, বর্ণ ও ধর্মীয় অনূভূতিতে আঘাত লাগতে পারে।


করণীয়
কোনো ব্যক্তি যদি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট বা টুইটার আইডি তৈরি করে মূল ব্যবহারকারীকে বিব্রত বা হয়রানি করে এবং এতে ওই ব্যক্তি যদি আশঙ্কা করেন যে তিনি সামাজিক, অর্থনৈতিক ও পেশাগত ক্ষতির সম্মুখীন হতে পারেন তাহলে তিনি (ভুক্তভোগী) থানায় জিডি করতে পারেন। সাধারণ ডায়েরি করা থাকলে, কারো নাম ব্যবহার করে কেউ যদি কোনো অপরাধ করে সে জন্য ভুক্তভোগী দায়ী থাকবেন না। যেহেতু তিনি আগেই থানায় জিডি করে রেখেছিলেন। আপনি যদি এ ধরনের সমস্যায় পড়েন এবং সমস্যা যদি বড় ধরনের কিছু হয় তাহলে আপনিও তথ্য যোগাযোগ ও প্রযুক্তি আইনে মামলা করতে পারেন। Source: http://www.ntvbd.com/
 
 
......................ভালো থাকবেন ধন্যবাদ........................
Share this article :

Post a Comment

 
Copyright © 2016. টেক ডট বিডি - All Rights Reserved
Powered by SCS
Loading...