আজকাল যুগে ডকুমেন্ট তৈরি করার জন্য মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে সবচেয়ে
ব্যবহৃত এ্যাপলিকেশন। যখন আপনি কোন গুরুত্বপূর্ণ কিছু লিখে থাকেন তার
প্রাইভেসি দেয়ার দরকার পরতে পারে। কারন অফিসে আপনার কলিগ, বস, বাসায় যে
কারও এক্সেস থেকে প্রটেক্ট করতে হতে পারে। এমন পরিস্থিতি সামাল দিতে
পাসওয়ার্ড দিয়ে প্রতিরোধ করতে পারেন মাইক্রোসফট ওয়ার্ড 2007 ভার্সন এ। এ
পদ্ধতিটি খুবই সহজ। আপনি শুধু নিচের ধাপ অনুসরন করুন:
২. এখন Save As অপশনে ক্লিক করুন।
৩. Tools বাটনে ক্লিক করুন
৪. General Options সিলেক্ট করুন
৫. এখন আপনার কাছে দুটি অপশন আছে। যে কোন একটা কিংবা দুইটাই সিলেক্ট করতে পারেন।
৬. Password To Open এর ক্ষেত্রে, আপনার ডকুমেন্টটি খুলতে গেলে পাসওয়ার্ড চাবে
৭. Password To Modify এ ক্ষেত্রে, এডিট করতে গেলে পাসওয়ার্ড চাবে।
৮. আপনি পাসওয়ার্ড দিয়ে OK করে বেরিয়ে আসুন।
.................................................................সবাই কে অনেক ধন্যবাদ...........................................................
Post a Comment