সর্বশেষ পোস্ট:

আমার সম্পর্কে





আমার সম্পর্কে আমি আর কি বলবো! আমার পরিচয় দেওয়ার মত তেমন কিছু নেই আসলে নিজের সম্পর্কে কিছু বলা/লিখা অনেক কঠিন একটা কাজ, আমি মনে করি যে, পৃথিবীতে কোন মানুষই তার নিজের সম্পর্কে ১০০% সঠিক তথ্য দিতে পারবে না যাই হোক, তারপরও আমার সম্পর্কে কিছু কথা যেগুলো না বললেই নয় .....!!

================================================

আমি আগেই বলেছি, নিজের সম্পর্কে কিছু বলা সব সময়ই কঠিন একটি কাজ..তারপরও  নিজেকে একজন আধুনিক ব্যক্তি বলে মনে করি । তবে আধুনিকতা মানে এই নয় যে, আমি আমা্র সংস্কৃতি ও ধর্মকে ত্যাগ করবো এবং অনিয়ন্ত্রিত জীবনযাপন করবো । আধুনিকতা বলতে আমি বুঝি - অন্যের অনুভূতিকে সম্মান করা , জীবনকে উপভোগ করা কিন্তু কোনো কিছুর সীমা অতিক্রম না করা এবং সর্বোপরি চিন্তা ভাবনায় আধুনিক হওয়া । আমি সেই সকল মূল্যবোধকে অণুসরন করি যার মধ্যে আধুনিকতা এবং ধর্মের সমন্বয় রয়েছে । পারিবারিক মূল্যবোধ আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অবশ্যই আমি আমার দেশের সংস্কৃতিতে গর্ববোধ করি ।

বর্তমানে আমি একজন ফ্রিল্যান্সার। আমি Freelancer.com এ Logo Design এর কাজ করি। পাশাপাশি  আমি টিভি দেখতে , গান শুনতে ,  এবং নেটে সময় কাটাতে পছন্দ করি । আমি এখনো সিঙ্গেল এবং মিঙ্গেল হওয়ার জন্য অপেক্ষা করছি । আমি একজন 'One Woman Man' হতে চাই এবং একজন 'One Man Woman ' কে পেতে চাই । যার অর্থ , No Extra Marital Affair. আমি Self Improvement এ বিশ্বাস করি এবং নিজের মধ্যে যেসব দোষ / বাজে দিক আছে , সেগুলোকে সবসময় Overcome করার চেষ্টা করি । আমি বিশ্বাস করি - " It's Not that How Good you are ....It's How Good You Want to be "  

মানুষ হিসেবে আমি কেমন মানুষ ঃ
আমি কাউকে অনুকরণ করি না এবং অনুসরণও করি না। আমার মাঝে আমি নিজেকে খুঁজি, নিজেকে জানার চেষ্টা করি। এক কথায় আমি আমার নিজে পথে চলি। যা ইচ্ছে হয় তাই করি। 

এই হচ্ছে মোটামুটিভাবে আমি আর যেটা শুরুতে বলেছি আমার অনেক কিছুই আমি জানিনা। চেষ্টা করে যাচ্ছি নিজেকে পুরোপুরি ভাবে জানার....!! 

ভালো খাকবেন সবই। সবাই কে অনেক ,অনেক ধন্যবাদ



+ comments + 1 comments

May 5, 2016 at 6:42 AM

Thank You.Vai.

Post a Comment

 
Copyright © 2016. টেক ডট বিডি - All Rights Reserved
Powered by SCS