কম্পিউটার, অপারেটিং সিস্টেম, সফ্টওয়্যার প্রোগ্রাম বা ড্রাইভার রেসপন্ড
করা বন্ধ করে দিতে পারে। এর বিভিন্ন কারন রয়েছে। যেমন, দুট সফ্টওয়্যার বা
হার্ডওয়্যার এর মধ্যে কোন দ্বন্দ্ব তৈরি হলে, সিস্টেমে রিসোর্সের অভাব
হলে। স্টপ রেসপন্ডিং (Stop Responding) থেকে মুক্তি পেতে হলে Ctrl + Alt +
Del চাপুন
ফলে টাস্ক ম্যানেজার এর একটি ডায়ালগ বক্স আসবে। যে প্রোগ্রামটি চলা বন্ধ করেছে সেটি নির্বাচন করুন। এবং “End Task” বাটনে ক্লিক করুন। যদি আরও একটি উইন্ডো চালু হয় তবে প্রোগ্রামটি বন্ধ নিশ্চিত করতে “End Task” বাটনে আবার চাপুন
নোট: এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে, যখন একটি প্রোগ্রাম রেসপন্ড করা বন্ধ করে দেয় এবং টাস্ক ম্যানেজারের মাধ্যমে ক্লোজ করা হয় তখন কোন কা্জ্ সেভ করা থাকে না।
ফলে টাস্ক ম্যানেজার এর একটি ডায়ালগ বক্স আসবে। যে প্রোগ্রামটি চলা বন্ধ করেছে সেটি নির্বাচন করুন। এবং “End Task” বাটনে ক্লিক করুন। যদি আরও একটি উইন্ডো চালু হয় তবে প্রোগ্রামটি বন্ধ নিশ্চিত করতে “End Task” বাটনে আবার চাপুন
নোট: এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে, যখন একটি প্রোগ্রাম রেসপন্ড করা বন্ধ করে দেয় এবং টাস্ক ম্যানেজারের মাধ্যমে ক্লোজ করা হয় তখন কোন কা্জ্ সেভ করা থাকে না।
................................ধন্যবাদ সবাইকে ...........................
+ comments + 1 comments
kaj holo. thank u...
Post a Comment