সর্বশেষ পোস্ট:

অ্যাডোবি ফ্ল্যাশপ্লেয়ারের মাধ্যমে হ্যাক হতে পারে আপনার কম্পিউটার

কম্পিউটার ও নেটওয়ার্কের নিরাপত্তাবিষয়ক সংস্থা সিম্যানটেক পার্সোনাল কম্পিউটার ব্যবহারকারীদের এক সতর্কতা জারি করেছে। তারা জানিয়েছে, ফ্ল্যাশ প্লেয়ার ব্যবহার করে আপনার পিসির নিয়ন্ত্রণ নিতে পারে হ্যাকাররা। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে এনডিটিভি।

 

ফ্ল্যাশ প্লেয়ারের নির্মাতা অ্যাডব বিষয়টিকে স্বীকার করেছে এবং একে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে। আক্রমণকারীরা ক্ষতিকর কোড চালিয়ে ফ্ল্যাশ প্লেয়ারের দুর্বলতার সুযোগে কম্পিউটারের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে।
সিম্যানটেক জানিয়েছে, এ সমস্যা মোকাবিলায় আপগ্রেড করতে হবে অ্যাডব ফ্ল্যাশ। অন্যথায় পিসির ফ্ল্যাশ প্লেয়ারকে ডিজঅ্যাবল করে রাখলেও হবে।
অ্যাডব জানিয়েছে, তারা সমস্যাটা ধরতে পেরেছে এবং এর সমাধানও বের করেছে। এখন ব্যবহারকারীদের উচিত ফ্ল্যাশ প্লেয়ার আপডেট করে নেওয়া।
দীর্ঘদিন ধরেই ফ্ল্যাশ প্লেয়ার ব্যবহার করে হ্যাকাররা কম্পিউটারের ক্ষতি করছে। বহু কম্পিউটার হ্যাকিংয়ের ঝুঁকির জন্যও এটি দায়ী।
যেভাবে ফ্ল্যাশ ডিজঅ্যাবল করবেন :
আপনার কম্পিউটারের ব্রাউজার যদি হয় গুগল ক্রোম তাহলে অ্যাড্রেস বারে ‘chrome://plugins’ টাইপ করে ইন্টার চাপুন। এরপর সেখানের তালিকা থেকে ফ্ল্যাশ খুঁজে বের করে তা ডিজঅ্যাবল করুন।
ফায়ারফক্স ব্যবহারকারীরা ব্রাউজারের মেনু থেকে ‘Add-ons’ খুঁজে বের করুন। সেখানে প্লাগইন ট্যাব থেকে খুঁজে বের করে এটি ডিজঅ্যাবল করুন।
ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহারকারীরা Tools থেকে Manage Add-ons-এ ক্লিক করুন। এখান থেকেই শকওয়েভ ফ্ল্যাশ ডিজঅ্যাবল করতে পারবেন।
.................................ধন্যবাদ সবাইকে .................................
Share this article :

Post a Comment

 
Copyright © 2016. টেক ডট বিডি - All Rights Reserved
Powered by SCS