সর্বশেষ পোস্ট:

কম্পিউটার বেসিক: অপারেটিং সিস্টেম ও প্রাথমিক ধারণা

সবাই কেমন আছেন? আশাকরি ভালো আছেন। কম্পিউটার এর ব্যবহার দিন দিন বেড়ে চলছে। প্রয়োজন ও গুরুত্ব কোনোটারই কমতি নেই। কথাগুলো পুরোনো তবে কথা সত্যি। আবার এ ও সত্যি যে এ সম্পর্কে অনেকেরই অজ্ঞতা রয়েছে। আমার পোস্টের উদ্দেশ্য হলো প্রযুক্তি সম্পর্কে সবা্র জ্ঞান বৃদ্ধি পাক। কম্পিউটার এ বেসিক বিষয়গুলো নিয়ে আমি প্রায় দশ থেকে বারটা বিষয় এ আলোচনা করবো। তাহলে আসুন শুরু করা যাক-



অপারেটিং সিস্টেম কী ?
অপারেটিং সিস্টেম কম্পিউটার এর একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার যা কম্পিউটারকে চালাতে ও সচল রাখতে সাহায্য করে। এটি কম্পিউটার এর সৃতি ও ধারন ক্ষমতাকে ব্যাবহার করে কম্পিউটার চালাতে ,সচল রাখতে এবং পরিছালনা করতে সাহায্য করে। এটি আবার কম্পিউটার ব্যাবহার করতে আরও অনেক সহজুগিতা করে। উধাহরনঃ সাধারণত আমরা কম্পিউটার এর ভাষা বুঝি না তাই ইন্টারন্যাশনাল ভাষা ব্যাবহার করে খুব সহজে আমরা এটিকে কন্ট্রোল করতে পারছি।


উইন্ডোজ চালু হওয়ার পর স্ক্রিন ভিউ

অপারেটিং সিস্টেম এর কাজ
আমরা যারা কম্পিউটার চালাই তারা অবশ্যয় বুট নামক শব্দটি শুনেছি। কিন্তু আপনি জানেন কি এটি কি কাজে সাহায্য করে?
১. এটি অপারেটিং সিস্টেম কে সচল করতে সাহায্য করে।
২. এটি নতুন ও পুরাতন সকল হার্ডওয়্যারকে পরিচালনা করে।
৩. এটি কম্পিউটার এর সকল কিছু পরিক্ষা করে যে সঠিকভাবে কাজ করছে কি না।

যখন একটি কম্পিউটার চালু করা হয় তখন তার প্রয়োজনীয় সকল হার্ডওয়্যার এবং সফটওয়্যার সচল ও বন্ধ করতে কাজ করে। যে সময় যে সফটওয়্যার ও হার্ডওয়্যার লাগবে তা সঠিক সময় নির্দেশ করে। তাহলে বুজতেই পারছেন অপারেটিং সিস্টেম ছাড়া কম্পিউটার অচল।


অপারেটিং সিস্টেম এর ধরন

অপারেটিং সিস্টেম সাধারনত ৩ধরনের হয়। উইন্ডোজ , ম্যাক ওএস এবং লিনাক্স
উইন্ডোজ
মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম ১৯৮০ সালের মাঝামাঝির দিকে তৈরি হয়। বছরের পর বছর তারা বিভিন্ন ধরনের উইন্ডোজ ও এর উন্নয়ন এর কাজ করে যাচ্ছে যা বর্তমানে উইন্ডোজ ৮ এ রুপান্তিরত হয়েছে। বর্তমানে এটি সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম।




ম্যাক ওএস
মেক ওএস তৈরি করেছেন বর্তমান সর্বশ্রেষ্ঠ আই ফোন নিরমfতা অ্যাপেল। এটি ও উইন্ডোজ এর মত ধারাবাহিকতায় বর্তমানে মউন্টেন লায়ন এ পরিনত হয়েছে। এটি ও তেমনভাবে সাড়া পাচ্ছে।




লিনাক্স               
লিনাক্স একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম যা বিশ্বের যেকোন ব্যক্তি দ্বারা বিতরণ করা সম্ভব নয়। এটি শুধুমাত্র এটার (মাইক্রোসফট) মালিক যে কোম্পানীর দ্বারা সংশোধন করা যেতে পারে, যা উইন্ডোজ, যেমন প্রোপ্রাইটরি সফটওয়্যার থেকে ভিন্ন.



আজ এই পর্যন্ত দেখাহবে আবার আগামী পর্বে আরো নতুন কিছু নিয়ে । আর ততক্ষণ সবাই ভালো থাকবেন ।
সবাই কে অনেক ধন্যবাদ





Share this article :

Post a Comment

 
Copyright © 2016. টেক ডট বিডি - All Rights Reserved
Powered by SCS