সর্বশেষ পোস্ট:

অনলাইনে জাতীয় পরিচয়পত্র ভেরিফাই করুন।

এখন  থেকে যে কেউ অনলাইনে আপনার  জাতীয় পরিচয়পত্র ভেরিফাই করে নিতে পারবেন। এর জন্য আপনাকে প্রথমে এই সাইটে যেতে হবে।

তারপর বামপাশে তৃতীয় লাইনে দেখুন লিখা আছে ভেরিফাই এনআইডি। এখানে ক্লিক করুন তারপর উপরের ছবিটা আসবে সেখানে রেজিস্টারে ক্লিক করতে হবে রেজিস্টার আসলে এবার ফরমটা পূরণ করুন।
ই-মেইল,মোবাইল নং দিন, এনআইডি ঘরে আপনার বার্থ ইয়ার দিয়ে হুবহু আইডি নাম্বার লিখুন, এবার জন্ম তারিখ লিখুন, পাসওয়ার্ডের ঘরে ইংরেজীর বড় একটি অক্ষর, একটি ছোট আর একটি সংখ্যা দিতেই হবে আগে পরে। আপনার পাসওয়ার্ড সারাজীবন সংরক্ষন করবেন এজন্য পাসওয়ার্ড বিভিন্ন জায়গায় লিখে সংরক্ষন করুন । সাবমিটে ক্লিক করার পরপরই আপনার মোবাইলে একটি মেসেজ কোড আসবে


এবার কোডটা বসিয়ে দিন ব্যস হয়ে গেল আপনার এনআইডি ভেরিফাই রেজিষ্ট্রেশন। বাংলাদেশ থেকে একবার রেজিষ্ট্রেশন করা হয়ে গেলে পৃথিবীর যেকোন জায়গা থেকেই ভেরিফাই করে যেকাউকে দেখাতে পারবেন আপনার পরিচয় পত্র। 

..................................ভালো থাকবেন ধন্যবাদ................................. 
Share this article :

Post a Comment

 
Copyright © 2016. টেক ডট বিডি - All Rights Reserved
Powered by SCS