এক ক্লিক এর মাধ্যমে কমম্পিউটার বন্ধ করার উপায়
কাজ শেষে অনেক সময় দ্রুত কম্পিউটার বন্ধ
করতে গিয়ে আমরা সরাসরি পাওয়ার বা বৈদুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দেই। এভাবে
হঠাৎ অফ করলে কম্পিউটার হার্ডড্রাইভ বা প্রসেসরের ক্ষতি হতে পারে। এমনকি
পাওয়ার সাপ্লাইও নষ্টপ হয়ে যেতে পারে।
তাই
সবার উচিত কম্পিউটারটি শাট ডাউন দিয়ে এরপর সংযোগ বিচ্ছিন্ন করা। তবে
জরুরিভাবে বাইরে যেতে হলে ঠিকমত শাট ডাউন করা হয়ে ওঠে না। এমন ক্ষেত্রে
অবশ্য চাইলে এ কাজটি মাত্র এক ক্লিকেই করে নেয়া যায়।
এ টিউটোরিয়ালে তুলে ধরা হলো কিভাবে এক ক্লিকে কম্পিউটার বন্ধ করা যাবে।
প্রথমে ডেস্কটপের ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করতে হবে।
তারপর ‘new’ সিলেক্ট করে ‘shortcut’-এ ক্লিক করতে হবে।
তাহলে
নতুন একটি উইন্ডোজ চালু হবে। সেখানে ‘ type the location of the item’-এর
নিচের অংশটুকুতে %windir%\System32\shutdown.exe /s /t 0 লিখে নেক্সট
বাটনে ক্লিক করতে হবে।
এরপর পছন্দ মত নাম দিয়ে ‘finish’ বাটনে
ক্লিক করতে হবে। তাহলে ডেস্কটপের মনিটরে একটি শাটডাউন আইকন দেখা যাবে। এরপর
থেকে এ আইকন ক্লিক করলেই কম্পিউটার বন্ধ হয়ে যাবে। সরাসরি পাওয়ার অফ করে
দিতে হবে না।
সবাই কে অনেক ধন্যবাদ
Post a Comment