ইউটিউব ভিডিও ডাউনলোড করার অনেক ধরণের সফটওয়্যার আছে। কিন্তু এ সকল
সফটওয়্যার এর বেশির ভাগ গুলোতে রিজুম সাপোর্ট করে না যার কারণে আমরা অনেকেই
এসকল সফটওয়্যার থেকে দূরে থাকি আর অনেক সফটওয়্যার সঠিক কাজ ও করে না। যার
কারণে আমরা ব্যাবহার করি না। আজকে আমি আপনাদের একটি নতুন টিউটরিয়াল দিব জার
মাধ্যমে আপনি সহজ এ ডাউনলোড করতে পারবেন এবং আপনার ইচ্ছা মত ডাউনলোডার
ব্যাবহার করে। তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে সম্ভবঃ
তো চলুন দেখা যাক এটা কি ভাবে হয়-
- প্রথমে আপনাকে ইউটিউব এ লগিন করতে হবে তারপর আপনাকে আপনার কাঙ্ক্ষিত ভিডিওতে যেতে হবে মানে আপনি যেই ভিডিওটি ডাউনলোড করবেন সেই ভিডিওতে যেতে হবে।
- এবার আপনার অ্যাড্রেস বারটি চেক করে দেখুন। উদাহরণ হিসেবে আমি একটি লিঙ্ক দিচ্ছি ধরেনঃ www.youtube.com/channel/UCrDKf_G7lAmUXVgV1d39M5A ( বুঝার সুবিধার্থে) এবার আপনি এই লিঙ্ক এর ইউটিউব লিখার আগে ss যোগ করুন।
- এবার এন্টার বাটন চাপুন।
- এখন দেখবেন অনেকগুলো ফরম্যাট দেখতে পারবেন আপনার কাঙ্ক্ষিত ভিডিও এর। আপনার ইচ্ছা মত ফরম্যাট সিলেক্ট করে ডাউনলোড করে নিন।
আমি
আরেকটি পদ্ধতি দিচ্ছি এজন্য আপনাকে অরবিট ডাউনলোডার ব্যাবহার করতে হবে।
কারণ আমার জানা মতে সরাসরি আইডিএম দিয়ে ইউটিউব এর ফাইল ডাউনলোড করা সম্ভব
হবে না। সে জন্য আপনি আপনার ব্রাউজার এর নতুন ভার্সন এবং অরবিট এর নতুন
ভার্সন ডাউনলোড করে ব্যাবহার করুন। অরবিট এ grab+ নামক একটি অপশন আছে জার
মাধ্যমে অনলাইন এ চলছে এবং প্লে করা সম্ভব এরকম সকল ভিডিও ডাউনলোড করে নিতে
পারবেন। এর জন্য ভিডিওটি চলতে হবে। যদি আপনার কম্পিউটার এ ভিডিও না চলে
তাহলে দয়া করে আপনার ফ্ল্যাশ প্লেয়ার আপডেট করে নিন। আশাকরি ডাউনলোড করতে
পারবেন।
আমার আজকের এই পোস্ট আপনাদের অনেক কাজে লাগবে সেজন্য আপনার মূল্যবান মন্তব্য আশাকরছি। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন।
Post a Comment