সর্বশেষ পোস্ট:

সহজে জিমেইল এর পাসওয়ার্ড পরির্বতন করুন ।

বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের সামনে জিমেইল অ্যাকাউন্ট এর পাসওয়ার্ড কি করে পরিবর্তন করে সেই বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। তো চলুন দেখা যাক যে কী ভাবে আমরা এই কাজ টি করতে পারি।


০১ঃ- সর্বপ্রথম gmail account এ প্রবেশ করতে হবে।
০২ঃ-এইবার setting menu তে ক্লিক করা লাগবে।
০৩ঃ-setting menu তে ক্লিক করার পর accounts and import নামের উপর ক্লিক করা লাগবে।
০৪ঃ-accounts and import এ প্রবেশ করার পর change password এ ক্লিক করা লাগবে।
০৫ঃ-এর পর যে কাজ টি করতে হবে তা হল,current password নামক box এ আপনার বর্তমান password টি দিতে হবে।
০৬ঃ-তারপর new password and confirm password নামক ঘরে আপনার নতুন password টি দিবেন।
০৭ঃ-এই বার আপনি sign out দিয়ে বের হয়ে জান।
০৮ঃ-নতুন password দিয়ে প্রবেশ করুন।

হয়ে গেল আপনার password change.


আজকের মত এখানেই বিদায়, সবাই ভালো থাকবেন।

Share this article :

Post a Comment

 
Copyright © 2016. টেক ডট বিডি - All Rights Reserved
Powered by SCS