সর্বশেষ পোস্ট:

Winrar দিয়ে RAR ফাইল লক করে রাখুন

সবাইকে শুভেচ্ছা জানিয়ে পোষ্ট শুরু করছি । আমরা প্রায় সবাই winrar দিয়ে rar ফাইল archive এবং extract করে থাকি । আপনি চাইলে Winrar দিয়ে যেকোন rar ফাইল লক করে রাখতে পারেন । সেজন্য নিচের মত কাজ করুন ।

  1. যে ফাইলটি পাসওয়ার্ড দিতে চান তাতে রাইট ক্লিক করুন ।
  2. “Add to Archive” এ ক্লিক করুন ।এতে নতুন উইন্ডো ওপেন হবে ।
  3. নতুন উইন্ডোর উপর থেকে Advanced tab এ ক্লিক করুন
  4. ডান পাশের থেকে set password এ ক্লিক করুন
  5. একটি নতুন উইন্ডো ওপেন হবে Enter Password এর বক্সে পাসওয়ার্ড দিয়ে OK করুন ।
  6. ব্যস কাজ শেষ।
এখন অন্য কেউ ফাইলটি ওপেন করতে চাইলে পাসওয়ার্ড ছাড়া ওপেন করতে পারবে ।
.........................ধন্যবাদ সবাই কে........................
Share this article :

Post a Comment

 
Copyright © 2016. টেক ডট বিডি - All Rights Reserved
Powered by SCS