আশা করি সবাই ভালো আছেন। আমার দেখা এখন অধিকাংশ মানুষই গ্রামীনফোনের মডেম
ব্যবহার করছে। আমি যেদিন প্রথম জিপির মডেমটা দেখলাম সেদিন মডেমটা মোটামুটি
ভালো লাগলো কিন্তু মডেমটির একটা জিনিষ আমার খুবই অপছন্দ হয়েছে। আর সেটা
হলো অটোমেটিক গ্রামীনফোনের ওয়েব সাইটে ঢোকা। মানে যখন মডেমটা পিসিতে
লাগিয়ে কানেক্ট বাটনে ক্লীক করলেই কানেক্ট হওয়ার পর অটোমেটিক
internet.grameenphone.com ওপেন হয়। যতবারই ইন্টারনেট কানেক্ট করবেন
ততবারই ঐ ওয়েব সাইটা চালু হয়। এটা একটা যন্ত্রনার চেয়ে কম নয়। আপনারা
ইচ্ছা করলে এই ঝামেলা থেকে খুব সহজেই মুক্তি পেতে পারেন।
এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ
১. জিপির সফটওয়্যারটি চালু করুন।২. Tools থেকে Options এ যান।
৩. General Tab এ Startup যান।
৪. সেখানে Launch internet.grameenphone.com when connect to internet থেকে টিক mark টি তুলে দিন।
৫. ব্যাস কাজ শেষ।
কাজে লাগলে বা কমেন্টস করতে ভুলবেন না যেন।
Post a Comment