জেনে নিন এমনটা হলে কী ভাবে আবার নিজের ফোনটি চালু করবেন।
১। স্মার্টফোন সুইচ অফ করুন।
২। এ বার ভলিউম বোতাম, পাওয়ার বোতাম ও হোম স্ক্রিন বোতাম এক সঙ্গে টিপুন।
৩। পাঁচটি অপশন ভেসে উঠবে স্ক্রিনে-
রিবুট ডেটা
হোয়াইপ ডেটা/ফ্যাক্টরি রিসেট
ইনস্টল আপডেট
পাওয়ার ডাউন
অ্যাডভান্স অপশন
৪। দ্বিতীয় অপশন অর্থাৎ হোয়াইপ ডেটা/ফ্যাক্টরি রিসেট সিলেক্ট করুন করে ‘ইয়েস’ প্রেস করুন। তবে এটা করার আগে এক বার ভেবে দেখুন। কারণ এক বার এটা করে ফেললে আপনার আগের সব ডেটা মুছে যাবে। তাই সব সময় ডেটা ব্যাক আপ নিয়ে রাখুন।
৫। কিছু ক্ষণ পর আপনার ফোন রিস্টার্ট করতে চাইবে। তখন সহজেই ফোন আনলক করে নতুন প্যাটার্ন সেট করুন।
.........................................ধন্যবাদ সবাইকে..............................
Post a Comment