সর্বশেষ পোস্ট:

জেনে নিন জাতীয় পরিচয় পত্রের নাম্বার গুলো দিয়ে বুঝায়

জাতীয় পরিচয় পত্রের বিশাল নাম্বার দেখে অনেকের খটকা লাগে অনেকের জানার ইচ্ছা করে এর মানে কি? এখানে ১৩ টি ডিজিট রয়েছে, আবার কারো টায় ১৭ টি ডিজিট রয়েছে। যার অর্থ করলে দাড়ায়
চলুন জেনে নেই কী দ্বাড়ায় এর মানে।............................


 ০১. যাদের ১৭ ডিজিট রয়েছে এর প্রথম চার টি হল সেই ব্যাক্তির জম্ম সাল।
০২. পরের দুটি সংখ্যা দিয়ে বুঝানো হয়েছে আপনার জেলা। যেমন কুড়িগ্রাম এর জেলা কোড ৪৯
০৩. পরবর্তী সংখ্যাএটা আর এম (RMO) কোড। 
সিটি কর্পোরেশনের জন্য
ক্যান্টনমেন্ট
পৌরসভা
পল্লী এলাকা
পৌরসভার বাইরে শহর এলাকা
অন্যান্য
০৪. পরবর্তী সংখ্যা দ্বারা উপজেলা বুঝানো হয়েছে
০৫. পরবর্তী সংখ্যা দ্বারা ইউনিয়ন বা ওয়ার্ড বুঝানো হয়েছে
৬. শেষ সংখ্যাআই ডি কার্ড করার সময় আপনি যে ফর্ম পূরণ করেছিলেন এটা হল সেই   ফর্ম এর নাম্বার
বর্তমানে এখন Smart Card দেওয়া হচ্ছে।

Share this article :

Post a Comment

 
Copyright © 2016. টেক ডট বিডি - All Rights Reserved
Powered by SCS