সর্বশেষ পোস্ট:
print this page

জেনে নিন আপনার স্মাট কার্ড কবে কখন এবং কোথায় দওয়া হবে।

প্রথমে সবাই কে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। পরীক্ষার কারনে অনেক দিন কোন টিউনস করতে পারিনি। আপনারা সবাই আমার  জন্য আর্শীবাদ করবেন যেন আমি পরিক্ষায় ভালো রেজাল্ট করতে পারি। অনেক দিন পরে আজ কম্পিউটারে বসলাম এবং নতুন একটি বিষয় জানতে পারলাম,তা হল  (এন আই ডি) স্মার্ট কার্ড সম্পর্কে- যে কি ভাবে আপনি জানতে পারবেন যে আপনার (এন আই ডি) বা স্মার্ট কবে কখন এবং কোথায় দেওয়া হবে। বিষয় টা অনেকেই হয়তো বা জনে কেননা গত মাস হতে এই প্রসেস চালু করা হয়েছে, তার পরেও আমার কছে গুরুত্বপূর্ণ বলে মনে হল আর তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো- চলুন দেখাযাক যে কি ভাবে আমরা এটা জানতে পরি বা এর জন্য কি কি আপনাদের করতে হবে?

== এটা আপনারা ওয়েব সাইটের মাধ্যমে এবং এমন কি আপনাদের মোবাইলের মাধ্যমেও জানতে পারেন।==
১. ওয়েব সাইটের মাধ্যমে জানতে যা করতে হবে?
# https://services.nidw.gov.bd/card_distribution এই লিংকে প্রবেশ করুন।
#আপনার এনআইডি নম্বর বা ভোটার নিবন্ধন ফরমের স্লিপ নম্বর, জন্ম তারিখ ও ক্যাপচা লিখুন।
# ‘কার্ড বিতরণ তথ্য দেখুন’ অপশনে ক্লিক করতে হবে।
#  এরপর যে উইন্ডো আসবে সেখানেই থাকবে কবে, কোন ক্যাম্পে আপনার স্মার্টকার্ডটি কবে দেওয়া হবে।
# যদি লেখা উঠে – “No data found for: Your card distribution date is not scheduled yet, please try later.”; তাহলে বুঝতে হবে আপনার এলাকায় কবে স্মার্ট কার্ড দেওয়া হবে তার তারিখ এখনো নির্ধারিত হয়নি। আর কিছুদিন পর আবার ট্রাই করবেন।
২. মোবাইলের মাধ্যমে জানতে যা করতে হবে।
# মোবাইলের মেসেজের মাধ্যমে
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SC লিখে স্পেস দিয়ে ১৭ ডিজিটের এনআইডি নম্বর লিখতে হবে। যাদের এনআইডি নম্বর ১৩ ডিজিটের, তারা প্রথমে জন্ম সাল যুক্ত করে নেবেন। এরপর তা ১০৫ নম্বরে পাঠালেই ফিরতি মেসেজে জানিয়ে দেওয়ার তথ্য।
এদিকে যারা এখনো NID পাননি তারা প্রথমে SC লিখে স্পেস দেবেন। এরপর F লিখে স্পেস দিয়ে নিবন্ধন ফরম নম্বর লিখবেন। আবারও স্পেস দিয়ে D লিখে yyy-mmm-ddd ফরম্যাটে জন্মতারিখ লিখে ১০৫ নম্বরে মেসেজ সেন্ড করবেন। ফিরতি মেসেজে আপনার এনআইডি কবে কোথায় কোন ক্যাম্পে দেওয়া হবে তা জানানো হবে।
গ) মোবাইলের মাধ্যমে কল করেঃ
১০৫ নম্বরে কল করে প্রয়োজনীয় তথ্য দিয়ে জানতে পারবেন।
উল্লেখ্য, ৩ অক্টোবর থেকে ঢাকার উত্তরা ও রমনা থানার ভোটার ও কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় দাসিয়াছড়ার ভোটারদের স্মার্টকার্ড দেওয়া হবে। প্রথমে ঢাকার দুই সিটি, এরপর অন্য নয় সিটি, তারপর জেলা পর্যায়ে স্মার্টকার্ড বিতরণ করা হবে। সবশেষে পাবেন উপজেলা পর্যায়ের ভোটাররা।
 
আর একটি কথা যে টি না বললেই নয়, তা হচ্ছে আপনাদের যাদের NID নম্বার ১৩ সংখ্যার তারা তাদের জম্ম সাল প্রথমে যুক্ত করে নিবেন। আর যাদের NID নম্বার ১৭ সংখ্যার তারা ১৭ সংখ্যায় বসাবেন।

আপনার Email একাউন্ট কি ডিলিট করতে চান

আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার Email একাউন্ট চিরদিনের জন্য মুছে ফেলবে, তো চলুন জেনে নিই>>>>>>>


১) Gmail > Gmail এর একাউন্ট মুছতে হলে প্রথমে একাউন্ট লগ অন করতে হবে। তারপর উপরে ডান পাসে Settings লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর ট্যাবে Account settings এ ক্লিক করতে হবে। আবার ডান দিকের Edit next to my services এ ক্লিক করে Delete Gmail Service এ ক্লিক করলে একাউন্ট মুছে ফেলা যাবে।

২) Yahoo >Yahoo এর একাউন্ট মুছতে হলে, আপনাকে Lon in option এ যেতে হবে এবং log in করতে হবে। এবার পুনরায় password দিয়ে Yes Teminte this বটনে ক্লিক করলে yhoo account মুছে যাবে।

আজ এই পর্যন্ত  সবাই কে অনেক ধন্যবাদ। পাশেই থাকুন!


 

সফটওয়্যার ছাড়া ফোল্ডারে পাসওয়ার্ড




এখন ফোল্ডারে পাসওয়ার্ড বা গোপন নম্বর দেয়ার জন্য দরকার হবে না কোনো সফটওয়্যারের। আর সফটওয়্যার ছাড়া এ কাজটি করতে হলে বাছাইকৃত ফোল্ডারটির ওপর মাউস পয়েন্ট রেখে ডান বাটনে ক্লিক করুন। এবার Send to অপশনে গিয়ে Compressed (Zipped folder) folder-এ ক্লিক করুন। ফলে ফোল্ডারটি Zip Folder-এ রূপান্তরিত হবে। এখন এই Zip folder-এ মাউস পয়েন্ট রেখে আবার ডান বাটনে ক্লিক করুন এবং Open with-এর Compressed (Zipped) folder-এ ক্লিক করুন। এখন যে নতুন উইন্ডোটি আসবে, সেখানে যে কোনো খালি জায়গায় মাউস পয়েন্ট রেখে ডান বাটনে ক্লিক করে add a password-এ ক্লিক করতে হবে এবং Password ও confirm Password-এ একই গোপন নম্বর দিয়ে ok করে দিতে হবে।

চিরতরে রিমুভ করুন Windows Force Shutdown Error Message!!!

কিভাবে Windows Force Shutdown Error Message চিরতরে Disable করে দিবেন!!
 Windows 7  এ হঠাৎ করে PC বন্ধ করে দিলে Windows Force Shutdown Error Message দেখায়।

এটা্ আপনার Windows এর কোন সমস্যা না। এটা শুধু আপনাকে জানানোর জন্যে যে আপনার PC তে এখন এইসব  Software Running আছে ।…………..
আর আপনার যদি এই Error Massage পছন্দ না হয় তাহলেই এই টিউন আপনার জন্যে। অন্যথায় চেষ্টাও করবেন না।
আর এই ট্রিক টা ব্যবহার না করে যদি নিজে থেকেই PC Shutdown করার আগে সব কয়টা Running Software বন্ধ করে দেন সেটাই অনেক ভাল।
আর কথা বারাইলাম না কাজের কথায় চলে যাই ।

যেভাবে বন্ধ করবেন

১. নিচের কোড টা কপি করে New Text Document এ রাখুন।
[HKEY_LOCAL_MACHINE\SYSTEM\Current Control Set\Control\Session Manager\Memory Management]
“ClearPageFileAtShutdown”=dword:00000001
[HKEY_USERS\.DEFAULT\Control Panel\Desktop]
“AutoEndTasks”=”1″
[HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control]
“WaitToKillServiceTimeout”=”1000″
২. এবার New Text Document টিকে shutdown.reg নামে যে কোন ড্রাইভ এ সেভ করুন। [Save করার সময় অবশ্যই All Files Select করে নিবেন]
৩. এবার shutdown.reg ফাইল টা ডাবল ক্লিক করুন। একটা Massage আসবে Yes ক্লিক করুন তারপর আরেকটা Massage আসবে Ok ক্লিক করুন।
৪. পরীক্ষা : ৩/৪ টা সফটওয়্যার Running রেখে Shutdown বা Restart দিয়ে দেখুন Windows Force Shutdown Error Message আসে কিনা।
এখন থেকে আপানার PC টা Shutdown বা Restart দিবেন তখন আপনার PC এর Tasks And Timeouts, Automatically বন্ধ হয়ে যাবে এবং Paging File গুলা মুছে দিবে।
উইন্ডোজ8 এ হতে পারে এই পদ্ধিতে কাজ করলে।
[বিঃদ্রঃ – আপনার Antivirus Shutdown.reg ফাইল টিকে Malicious Script হিসাবে দেখাতে পারে। কিন্তু এটা আপনার Windows কে কোন ভাবেই ক্ষতি করবেনা]

ধন্যবাদ সবাই কে 

কোন রকম সফট্যওয়্যার ছাড়া আপনার পিসির নেট স্পিড দ্বিগুন বাড়িয়ে নিন।

আশা করি সকলে ভাল আছেন।  আমরা মোটামুটি অনেকেই কম্পিউটার ব্যাবহার করি। আর কম্পিউটার সম্পর্কে আপনাদের অনেকেরই অনেক ঙ্গান আছে। যদি এ টিউনটি আপনার জানা থাকে তবে আমি আন্তরিকভাবে দুঃখিত।
আমরা পিসি ব্যাবহার কারীরা পিসি চালানোর সময় আমরা সম্মুখীন হয় পিসির স্পিড সমস্যার সাথে। অনেক সময় দেখা যাই যে নেট চলাকালীন অথবা কোন পোগ্রামীং এর কাজ করার সময়ই পিসি অনেক স্লো হয়ে যাই। আজ আমি আপনাদের দেখাব কিভাবে আপনি নেট স্পীড দিগুন করবেন কোন Softwere ছারা। তো চলুন নিচের মত কাজ শুরু করুন।
 
প্রথমে Computer–রাইট বাটন এ ক্লিক করে mange এ জান। এরপর Device Manager এ জান। Ports(com &LPT) তে ক্লিক করে আপনার Modem এর নাম দেকতে পারবেন। এরপর properties জান।
Port Setting এ জান-Bits per second -Data bits এসব বাড়িয়ে দিন। Ok পরের Port আর বেলায় ও এ
কাজ করুন। Computer Restart দিন।
ব্যাস তারপর আপনার কম্পিউটার চালু করুন এবং মজিলা বা অন্য কোন ব্রাউজার দিয়ে নেট কানেক্ট করুন। আর তারপর স্পিড দেখুন। আশা করি আগের তুলনায় বেশি স্পিড পাবেন।
আশা করি আপনারা সঠিকভাবে টিউনটি বুঝতে পেরেছেন। যদি কোন সমস্যা হয় তাহলে টিউনমেন্ট করবেন। আর যদি কোন ভুল হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্তই।
 
সবাই ভালো থাকবেন  

 
Copyright © 2016. টেক ডট বিডি - All Rights Reserved
Powered by SCS